• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোয়ারেন্টিন না মেনে পার্টিতে যাওয়ায় ২৮ লাখ টাকা জরিমানা

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১৮:০৯
করোনা ভাইরাস
ওই ব্যক্তিকে আটক করে তাইওয়ান পুলিশ (ছবি : বিবিসি)

করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বরং তা প্রতিনিয়ত আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় কোয়ারেন্টিন অমান্য করায় তাইওয়ানে এক ব্যক্তিকে ৩৩ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। খবর ‘এশিয়া টাইমস’।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘন করে ক্লাবে গিয়ে পার্টিতে যোগ দেওয়ার কারণে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। ওই ব্যক্তি কয়েকদিন আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ থেকে তাইওয়ানে ফিরেছেন। এজন্য তাকে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে নিউ তাইপে শহরের মেয়র হো ইউ-ইহ সোমবার (২৩ মার্চ) বলেন, যারা কোয়ারেন্টিন না মেনে বড় জনসমাগমে যাবেন তাদের কেন্দ্রীয় মহামারি প্রতিরোধ স্থাপনায় পাঠানো হবে। এছাড়া বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা করা হবে এক মিলিয়ন নিউ তাইওয়ান ডলার।

আরও পড়ুন : করোনায় মৃত্যুহার বেড়েছে ৮ শতাংশ

প্রসঙ্গত, তাইওয়ানে এখন পর্যন্ত ১৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে ইতোমধ্যে দুজন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড