• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৭ পুলিশ নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১০:২৯
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৭ পুলিশ নিহত
হামলার প্রস্তুতি নিচ্ছে মাওবাদী যোদ্ধারা (ছবি : ফ্লিপ বোর্ড)

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৭ পুলিশের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার (২২ মার্চ) দক্ষিণ ছত্তিশগড়ের সুকমা জেলায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তাদের মতে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত থেকে জেলার এলমাগুডা গ্রামে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। যা থেমে থেমে এখনো অব্যাহত আছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে জানা গিয়েছিল হামলায় ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রায়পুরে নেওয়া হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত বাহিনীর কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন। তাছাড়া বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের ১৫ আগ্নেয়াস্ত্র ছিনতাই হয়েছে।

আরও পড়ুন : মহাবিপদের সামনে ভারত, ঝুঁকিতে বাংলাদেশ

ছত্তিশগড়ে মাওবাদবিরোধী অভিযান পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বুরকাপাল ও চিন্তাগুফা পুলিশ ফাঁড়ির সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন। এ সময় তাদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের নকশালবিরোধী অভিজাত বাহিনী গ্রেহাউন্ড ইউনিটের কিছু সংখ্যক সদস্যও ছিলেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড