• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার ২০টি ভ্যাকসিন তৈরি হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২০, ১৯:৩৬
করোনা ভাইরাস
ছবি : প্রতীকী

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বরং প্রতিনিয়ত আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। কবে আসবে করোনার ভ্যাকসিন সে প্রশ্ন এখন সবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার অন্তত ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভের বক্তব্যের বরাতে শনিবার (২১ মার্চ) এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

তিনি বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সবমিলিয়ে কমপক্ষে ২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব প্রকল্পের বিজ্ঞানীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। অতি দ্রুত করোনা প্রতিরোধের ভ্যাকসিন তৈরি সম্ভব হবে বলে আশা করছি আমরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভে বলেন, ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াটি খুব দ্রুতগতিতে এগোচ্ছে। আমাদের যতটুকু সামর্থ্য তার চেয়েও দ্রুত এগোতে পারছি আমরা। অতীতের কয়েকটি গবেষণা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কাজে লাগছে।

সিএনবিসির খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ২০টি ভিন্ন ভিন্ন ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি ইতোমধ্যে কিছু ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : ইতালিতে করোনায় মৃতদের গড় বয়স প্রায় ৭৯

এ দিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ লাখ ৮৪ হাজার ৫৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৮৩৯ জন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড