• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলার ভিডিও প্রকাশ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ ২০২০, ১০:৪৫
ইরাকের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলার ভিডিও প্রকাশ
রকেট হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলায় অন্তত দুই আমেরিকানসহ একজন ব্রিটিশ নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলাটি চালানো হয়। এবার মূলত মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছে। যদিও ভয়াবহ এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

এ দিকে ভয়াবহ সেই আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে রকেটগুলো তাজি সেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়।

এক টুইট বার্তায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস বলেন, এটা নিশ্চিত যে তাজি ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে অন্তত ১৫টিরও অধিক ছোট রকেট ছোড়া হয়েছে। তবে নিহতরা সামরিক সদস্য কি না তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

সম্প্রতি দেশটির আল-বালাদ ঘাঁটিতে ৮টি কাত্যুশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। ভয়াবহ সেই হামলায় বেশ কয়েকজন ইরাকি সেনা হতাহত হন।

এর আগে ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। অবশেষে গত ৮ জানুয়ারি ভোর রাতে ইরাকের দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

আরও পড়ুন : পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। কিন্তু বাস্তবে তা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড