• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ ২০২০, ১৩:৩১
পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)
বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ (ছবি : দ্য ডন)

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মহড়া পরিচালনার সময় দেশটির একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ডন জানায়, বুধবার (১১ মার্চ) সকালে পাকিস্তান বিমান বাহিনীর ‘এফ-১৬’ মডেলের যুদ্ধবিমানটি রাজধানীর নিকটবর্তী শকরপারিয়ান এলাকার 'চাদতারা' জঙ্গলের কাছে বিধ্বস্ত হয়। এর পরপরই চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। নিহত পাইলট হলেন- উইং কমান্ডার নওমান আকরাম। দুর্ঘটনাকালে যথাসময়ে বিমান থেকে বেরোতে না পারায় তার মৃত্যু হয়।

পাক বিমান বাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দিকে দুর্ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, পাক বিমান বাহিনীর ‘এফ-১৬’ যুদ্ধবিমানটি আকাশে ওড়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে মাটিতে নেমে আসে। আর মুহূর্তের মধ্যেই সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে।

আরও পড়ুন : ৬৯ ঘণ্টা পর কোয়ারেন্টাইন ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার! (ভিডিও)

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ ইসলামাবাদে অনুষ্ঠিত প্যারেডে কুচকাওয়াজে অংশ নিতে যুদ্ধবিমানটি রুটিন অনুশীলন করছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড