আন্তর্জাতিক ডেস্ক
চীনে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন বা আলাদা করে রাখার জন্য ব্যবহৃত একটি হোটেল ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ১০টি মরদেহসহ ৪২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া এখনো সেখানে অন্তত ৭০ জন করোনা আক্রান্ত রোগী আটকে আছেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার কিছু পরে ফুজিয়ান প্রদেশের কুয়ানজু শহরে অবস্থিত ভবনটি ধসে পড়ে। করোনা আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন এমন লোকজনকে মূলত সেখানে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা হোটেলটির ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালাচ্ছেন। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি। ২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে মোট ৮০টি কক্ষ রয়েছে।
আরও পড়ুন : ৩ জন নয়, ২০ যুবরাজকে গ্রেপ্তার করেছেন সালমান!
প্রদেশটির পাঁচ তলাবিশিষ্ট যে হোটেলটি ধসে পড়েছে সেখানে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত ২৯৬ জনের করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে ১০ হাজারেরও অধিক লোককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড