• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আচমকা পার্লামেন্ট ভেঙে দিলেন লঙ্কান প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ মার্চ ২০২০, ১২:৫৪
আচমকা পার্লামেন্ট ভেঙে দিলেন লঙ্কান প্রেসিডেন্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে (ছবি : দ্য ডন)

শ্রীলঙ্কায় আগাম নির্বাচনের ডাক দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সোমবার (২ মার্চ) নির্ধারিত সময়ের ছয় মাস আগে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৫ এপ্রিল নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন লঙ্কান প্রেসিডেন্ট।

দেশটির সংবিধান অনুযায়ী, পাঁচ বছর মেয়াদের আগেই প্রেসিডেন্ট চাইলে পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। বিবৃতির মাধ্যমে লঙ্কান নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে আগামী ১৪ মে।

বিশ্লেষকদের মতে, ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজাপাকসে। এর পরপরই নিজের ক্ষমতা খর্ব হওয়ার কারণে মুক্তভাবে কাজ করতে না পারার অভিযোগ করেন তিনি। তাছাড়া পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়।

আরও পড়ুন : ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু!

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পার্লামেন্ট ও স্বতন্ত্র কমিশনের কাছে নিজের অব্যাহতি পত্র প্রদান করেন। সেই নিয়ম এখনো অব্যাহত আছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড