• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রান্সের গোপন সামরিক ঘাঁটিতে করোনার হানা

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫২
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে (ছবি : এএফপি)

রাজধানী প্যারিসে অবস্থিত ফ্রান্সের একটি গোপন সামরিক ঘাঁটিতে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এ কারণে ওই ঘাঁটির যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। খবর ‘এএফপি’।

এক বার্তায় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ওই সামরিক ঘাঁটিতে অবস্থানকারী কয়েকজন সেনা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানিয়েছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ওই সামরিক ঘাঁটির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবার সেখান থেকেও কারও বাইরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওই সামরিক ঘাঁটিতে কীভাবে করোনা ভাইরাস ছড়িয়েছে সেটা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে ওই সামরিক ঘাঁটিতে করোনার বিস্তার রোধ করা না গেলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ফ্রান্সকে। কেননা ফরাসি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের অনেকগুলো ইউনিটসহ দেশটির অন্যান্য কমান্ডো বা বিশেষ বাহিনীর ইউনিট রয়েছে এ ঘাঁটিতে।

আরও পড়ুন : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, কাল শপথ

এ দিকে শনিবার (২৯ ফেব্রুয়ারি) ফ্রান্সে নতুন করে আরও ১৯ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭ জনে পৌঁছাল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড