• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন গোয়েন্দা বিমানে লেজার ছুড়েছে চীনা যুদ্ধজাহাজ!

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১
যুক্তরাষ্ট্র-চীন
ছবি : প্রতীকী

মার্কিন গোয়েন্দা বিমান লক্ষ্য করে চীনা যুদ্ধজাহাজ থেকে লেজার ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মার্কিন সামরিকবাহিনী এই অভিযোগ করে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, চীনের বিরুদ্ধে রহস্যময় অভিযোগ করেছে মার্কিন সামরিকবাহিনী। তারা বলছে, যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের দিকে লেজার ছুড়েছে চীনা যুদ্ধজাহাজ। বোয়িং কোম্পানির তৈরি পি-৮এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেজার ছোড়া হয়।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের বিবৃতিতে চীনের এ আচরণকে অনিরাপদ ও অপেশাদারসুলভ বলে অভিহিত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক নীতিমালা এবং চুক্তির বরখেলাপ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আরও পড়ুন : সিরীয় হামলার জবাবে ভয়াবহ পাল্টা হামলা চালাচ্ছে তুরস্ক

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র-পর্যায়ের লেজারে বিমান ও তার আরোহীদের মারাত্মক ক্ষতি হতে পারে। খালি চোখে কিছু বুঝা না গেলেও বিমানের স্পর্শক বা সেন্সরের মাধ্যমে লেজার ছোড়ার ঘটনা টের পাওয়া গেছে।

রহস্যময় ব্যাপার হলো, লেজার ছোড়ার ঘটনা ঘটার এক সপ্তাহেরও বেশি সময় পর এটি প্রকাশ করল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এটি নিয়ে বিবৃতিও দিল তারা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড