• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় বিমান হামলায় ২৯ তুর্কি সেনা নিহত, এরদোগানের জরুরি বৈঠক

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫
সেনা বহর
তুর্কি সেনা বহর (ছবি : আল-জাজিরা)

সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় ২৯ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর ‘আল-জাজিরা’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তুর্কি সেনা বহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় নিজেদের সেনা নিহতের বিষয়টি এর মধ্যেই নিশ্চিত করেছেন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতই প্রদেশের গভর্নর রাহমি দোগান।

সিরিয়া বাহিনীর অভিযোগ, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিদ্রোহীদের কাছে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের উদ্দেশে যাচ্ছিল তুর্কি সামরিক বহরটি। তাই ওই বহরে বিমান হামলা চালাতে বাধ্য হয় তারা।

হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ইদলিব পরিস্থিতি নিয়ে দুই ঘণ্টার জরুরি বৈঠক করেছেন। রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে দেশটির মন্ত্রী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় সিরিয়া সরকারের মূল মিত্র রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : বিক্ষোভের ছবি পোস্ট করায় বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ইদলিব প্রদেশে বড় ধরনের অভিযান চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। আর এ ক্ষেত্রে তাদের সমর্থন দিচ্ছে রাশিয়া। তুরস্ক শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড