• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় তুর্কি সামরিক বহরে বিমান হামলা, নিহত ৩

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২
রাশিয়া-সিরিয়া-তুরস্ক
ছবি : প্রতীকী

তুর্কি সামরিক বহরে হামলা চালিয়েছে সিরিয়া কিংবা রাশিয়ার বিমানবাহিনী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়। এতে তুরস্কের ৩ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, বৃহস্পতিবার বিকালে তুর্কি সামরিক বহরে বিমান হামলা চালিয়েছে সিরিয়া কিংবা রাশিয়া। তবে ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ উঠেছে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিদ্রোহীদের কাছে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের উদ্দেশে যাচ্ছিল তুর্কি সামরিক বহর। ফলে সেই বহরে বিমান হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে হামলায় তিন তুর্কি সেনা নিহতের খবর নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় তিনি জানান, সিরিয়া পরিস্থিতি তুরস্কের পক্ষেই এগোচ্ছে।

আরও পড়ুন : ইরানে হামলা চালাতে সব শক্তি এক করছে ইসরায়েল

হামলায় নিহত তিন সেনা সম্পর্কে এরদোগান বলেন, হামলায় আমাদের তিন সেনা সদস্য শহীদ হয়েছেন। তবে সিরিয়া সরকারেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। আমাদের চেয়ে তাদের ক্ষতির পরিমাণ বেশি।

প্রসঙ্গত, সিরিয়ায় সংঘর্ষের একপক্ষে রয়েছে রাশিয়া সমর্থিত দেশটির ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকার। অন্যপক্ষে রয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। দুই পক্ষের এই সংঘর্ষে গত একমাসে ২১ তুর্কি সেনা নিহত হয়েছেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড