• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারাল ফিলিস্তিনি শিশু

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪০
ফিলিস্তিনি শিশু
ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারানো ফিলিস্তিনি শিশু মালিক ইসা (ছবি : মিডল ইস্ট মনিটর)

ডোনাল্ড ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলি আঘাত হানে এক ফিলিস্তিনি শিশুর চোখে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকরা বলেছেন, ওই শিশু তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। অর্থাৎ ফিলিস্তিনি এই শিশু আর কখনোই তার বাম চোখে দেখতে পাবে না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারানো ওই ফিলিস্তিনি শিশুর নাম মালিক ইসা। তার বয়স ৮ বছর।

আরও পড়ুন : পুলিশের সহায়তায় দিল্লির মসজিদে আগুন দেয় হিন্দুত্ববাদীরা

জানা গেছে, তিন বোনের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসরায়েলি বাহিনীর গুলি মালিক ইসা নামে এই ফিলিস্তিনি শিশুর চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড