• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন গণমাধ্যমের দাবি

পুলিশের সহায়তায় দিল্লির মসজিদে আগুন দেয় হিন্দুত্ববাদীরা 

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৯
মসজিদে আগুন
দিল্লির একটি মসজিদে আগুন দিয়ে মিনারে হিন্দু পাতাকা উড়িয়ে দেওয়া হয়েছে (ছবি : বিবিসি)

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) জেরে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটির রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে এই আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

এর মধ্যে দিল্লিতে অন্তত তিনটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এই অগ্নিসংযোগের ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীদের সহায়তা করেছে পুলিশ। খবর ‘ওয়াশিংটন পোস্ট’।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতায় উগ্র হিন্দুত্ববাদীদের সহযোগিতা করেছে রাজ্যটির পুলিশ। এমনকি মসজিদে অগ্নিসংযোগের সময়েও উগ্র হিন্দুত্ববাদীদের আটকানোর জন্য পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সহিংসতা বন্ধের চেষ্টা না করে উন্মত্ত জনতার সঙ্গে যোগ দিয়ে জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছিল পুলিশ। একই সঙ্গে এলোপাতাড়ি গুলি চালিয়েছে তারা।

আরও পড়ুন : ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি

এ দিকে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে দিল্লিতে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন দুই শতাধিক লোক।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড