• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ববাজারে ৭ বছরে স্বর্ণের দাম সর্বোচ্চ

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪
স্বর্ণ
স্বর্ণ (ছবি : ইন্টারনেট)

বিশ্বজুড়ে করোনা ভাইরাস বৈশ্বিক রূপ ধারণ করায় শেয়ারবাজারে চলছে দরপতন। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে বড় ধস দেখা যায়। এ দিকে বিশ্ব বাজারেও স্বর্ণের দাম বাড়ছে দ্রুত। সবমিলিয়ে আশঙ্কা করা হচ্ছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে লাইনচ্যুত করবে নতুন এই করোনাভাইরাস।

সম্প্রতি চীনের বাইরে ইতালির মিলান ও দক্ষিণ কোরিয়ার সিউল মারাত্মকভাবে করোনা ভাইরাস বিস্তারের শিকার হয়েছে। এই দুইটি দেশসহ বিশ্বের নামকরা সকল শেয়ারবাজারে দেখা গেছে দরপতন। এ দিকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডাও জোন্স সূচকে বিগত ২ বছরের মধ্যে সর্বোচ্চ ১ হাজার পয়েন্ট (৩ দশমিক ৫ শতাংশ) দরপতন হয়েছে।

প্রতি আউন্স স্বর্ণের দাম লন্ডনের বুলিয়ান মার্কেটে বেড়ে হয়েছে ১ হাজার ৬৮৯ দশমিক ৩১ মার্কিন ডলার। মূল্যবান এ ধাতুটির দাম ২০১৩ সালের পর এতটা আর বাড়েনি। বাজার অস্থিতিশীল হওয়ায় বিনিয়োগকারীরা মুদ্রার বদলে স্বর্ণকে বেছে নেয়, যার জন্য আজ এ অবস্থা।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ইতালির মিলান শেয়ারবাজারে ৬ শতাংশ সূচকের দরপতন হয়েছে। এ দিকে যুক্তরাজ্যের প্রধান শেয়ারবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জভিত্তিক এফটিএসই ১০০ সূচকটি লেনদেন শেষে ৩ দশমিক ৩ শতাংশ কমেছে, যা বিগত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতনের ঘটনা।

অন্যদিকে ৩ দশমিক ৯ শতাংশ হারে ফ্রান্সের প্যারিসে দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেয়ারবাজারের এমন দরপতনের পরও বলছেন, ‘ভাইরাসটি এখন যথেষ্ট নিয়ন্ত্রণে, শেয়ারবাজারের অবস্থা যা, তা ভালো ঠেকছে আমার কাছে।’

আরও পড়ুন : এপ্রিল থেকেই ৯ শতাংশ সুদহার কার্যকর

করোনা ভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৭১১ জন। এছাড়া ৮০ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এ ভাইরাসটিতে। চীনের পর ৯৭৭ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১০। কিন্তু চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। মৃতের সংখ্যা ১৫ জন।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড