• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫০ নয়, ইরানে করোনায় প্রাণ গেছে ১২ জনের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০
৫০ নয়, ইরানে করোনায় প্রাণ গেছে ১২ জনের
ইরানে করোনা ভাইরাস আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে (ছবি : এবিসি নিউজ)

দ্রুত মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে প্রাণ গেছে ৫০ জনের। তাছাড়া ২৫০ জনের অধিক লোককে এরই মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও রহস্যময় ভাইরাসটিতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলেই দাবি তেহরানের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইরানের এক সংসদ সদস্য দাবি করেছিলেন, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ইরাজ হারিরচি বলেছেন, ৫০ জনের মৃত্যুর দাবিটি সত্য নয়। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মাত্র ১২ জন।

তাছাড়া সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র আলি রাবিয়েই বলেন, দেশজুড়ে করোনায় আক্রান্তদের মধ্যে যত জনের মৃত্যু হবে, তার সঠিক সংখ্যা আমরা প্রকাশ করব। এ ব্যাপারে স্বচ্ছতা রক্ষার অঙ্গীকার করছি।

গোটা বিশ্ব যখন প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই করোনা আতঙ্কে ইরানের সঙ্গে লাগোয়া সীমানা বন্ধ করে দিয়েছে তুরস্কসহ তিন দেশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে দেশগুলো নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, করোনা ভাইরাস খুব দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটা খুবই আতঙ্কের বিষয়। তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তান সরকার চায় না তাদের জনগণের মধ্যেও প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমিত হোক। তাই দেশগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে লাগোয়া নিজেদের সীমান্ত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের দাবি, এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৬৬৩ জনে পৌঁছেছে। তাছাড়া আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের অধিক।

সরকারি হিসাব অনুযায়ী, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুনদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের। তাছাড়া পর্যবেক্ষণে রয়েছেন আরও তিন লক্ষাধিক মানুষ।

বর্তমানে থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তাছাড়া আতঙ্কে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও। এমনকি যুক্তরাষ্ট্রেও ভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে। আক্রান্তদের সবাই সম্প্রতি চীনে ভ্রমণ করেছেন কিংবা সেখানে বসবাস করেন।

আরও পড়ুন : ইসরায়েলি বুলডোজারে পিষ্ট ফিলিস্তিনির লাশ পেতে মায়ের আকুতি (ভিডিও)

এমনকি সিঙ্গাপুরেও কয়েকজন বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সকলেই বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ওডি/কেএইচআর