• শুক্রবার, ১০ এপ্রিল ২০২০, ২৭ চৈত্র ১৪২৬  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে করোনায় মৃত্যু ৫০ জনের, সকল সীমান্ত বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭
ইরানে করোনায় মৃত্যু ৫০ জনের, সকল সীমান্ত বন্ধ
ইরানে করোনা ভাইরাস আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে (ছবি : খালিজ টাইমস)

দ্রুত মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের প্রভাবে প্রতিদিন বিশ্বব্যাপী শতাধিক লোকের প্রাণহানি ঘটছে। ভাইরাসটির শনাক্তস্থল চীনের সীমানা পেরিয়ে এর প্রাদুর্ভাব আরও অন্তত ২৪টি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। 

এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে রহস্যময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। তাছাড়া ২৫০ জনের অধিক লোককে এরই মধ্যে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

গোটা বিশ্ব যখন মহামারি এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই করোনা আতঙ্কে ইরানের সঙ্গে লাগোয়া সীমানা বন্ধ করে দিয়েছে তুরস্কসহ তিন দেশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে দেশগুলো নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, করোনা ভাইরাস খুব দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটা খুবই আতঙ্কের বিষয়। তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তান সরকার চায় না তাদের জনগণের মধ্যেও প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমিত হোক। তাই দেশগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে লাগোয়া নিজেদের সীমান্ত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের দাবি, এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৬৬৩ জনে পৌঁছেছে। তাছাড়া আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের অধিক। 

সরকারি হিসাব অনুযায়ী, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুনদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের। তাছাড়া পর্যবেক্ষণে রয়েছেন আরও তিন লক্ষাধিক মানুষ।

বর্তমানে থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তাছাড়া আতঙ্কে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও। এমনকি যুক্তরাষ্ট্রেও ভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে। আক্রান্তদের সবাই সম্প্রতি চীনে ভ্রমণ করেছেন কিংবা সেখানে বসবাস করেন।

এমনকি সিঙ্গাপুরেও কয়েকজন বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সকলেই বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

আরও পড়ুন : জীবন রক্ষায় আজ সোমালিয়ানরা জলদস্যু

ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

ওডি/কেএইচআর

সংশ্লিষ্ট ঘটনা সমূহ : করোনা ভাইরাস

আরও
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সম্পাদক: মো: তাজবীর হোসাইন  

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

ফোন: 02-9110584, +8801907484800

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড