• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়ার বিমান হামলায় নিহত ১০ তুর্কি সেনা

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:২০
রাশিয়া-সিরিয়া-তুরস্ক
ছবি : প্রতীকী

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় অন্তত ১০ তুর্কি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রুশ বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, ইদলিবের কানসাফরা গ্রামে যৌথভাবে বিমান হামলা চালায় সিরিয়া-রাশিয়া। এতে অন্তত ১০ তুর্কি সেনা নিহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়া-রাশিয়ার যৌথ বিমান হামলায় তুরস্কের বেশ কয়েকটি সামরিক যান বিধ্বস্ত হয়। এতেই এ হতাহতের ঘটনা ঘটেছে।

অবশ্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। তবে খবরটি সত্যি হয়ে থাকলে গত এক সপ্তাহে সিরিয়ায় ২০ তুর্কি সেনা নিহত হলেন।

আরও পড়ুন : দেড় লাখ রকেট নিয়ে ইসরায়েলে হামলার অপেক্ষায় হিজবুল্লাহ!

এ দিকে তুর্কি এবং তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা ইদলিবের নায়রাব শহর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। নায়রাব শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কামানের গোলা নিক্ষেপ করছে তুর্কিবাহিনী। অন্যদিকে তুরস্কের এই হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সমর্থিত সিরিয়ার সরকারিবাহিনী।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড