• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের মাধ্যমে ইরানিরা শত্রুদের সমুচিত জবাব দিয়েছে : খামেনি

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০
খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (ছবি : পার্সটুডে)

ইরানের বিরুদ্ধে শত্রুদের সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার মাধ্যমে ইরানের জনগণ শত্রুদের সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সমাবেশে আয়াতুল্লাহ আলি খামেনি এসব কথা বলেন। খবর ‘পার্সটুডে’।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইরানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার হার ছিল অনেক বেশি। এজন্য ইরানের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ দিয়েছেন খামেনি।

তিনি বলেন, শত্রুরা বলেছিল এবারের নির্বাচনে জনগণ ভোট দেবে না। ইরানের সাধারণ জনগণই শত্রুদের এ ধরনের ধারণাকে ভুল প্রমাণ করেছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি আরও বলেন, ইরানের ক্ষতি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র আগামীতেও অব্যাহত থাকবে। আর তা ব্যর্থ করে দেওয়ার জন্য ইরানের জনগণকে সবসময় সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : ইরানের নেতৃত্বেই ইসরায়েলে হামলা চালাবে হামাস-হিজবুল্লাহ!

সমাবেশে খামেনি জানান, শত্রুরা কেবল ইরানের অর্থনীতি, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে শত্রুতা করেই ক্ষান্ত হয়নি, সে সঙ্গে ইরানের নির্বাচনকেও লক্ষ্যে পরিণত করেছিল। তারা চেয়েছিল জনগণ যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড