• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্ক

ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩১
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে (ছবি : ডেইলি সাবাহ)

রহস্যময় করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এর মধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কে ইরানের সঙ্গে লাগোয়া সীমানা বন্ধ করে দিয়েছে তুরস্ক। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর ‘ডেইলি সাবাহ’।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাস খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটা খুবই আতঙ্কের বিষয়। তুরস্ক সরকার চায় না দেশটির জনগণের মধ্যেও প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমিত হোক। তাই তুর্কি প্রশাসন ইরানের সঙ্গে লাগোয়া সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : ইরানের নেতৃত্বেই ইসরায়েলে হামলা চালাবে হামাস-হিজবুল্লাহ!

চীনের সীমা অতিক্রম করে এরই মধ্যে বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৪২৪ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড