• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার, হুঁশিয়ারি হামাসের

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১
ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি বাহিনী (ফাইল ছবি)

গাজায় ফিলিস্তিনিদের ওপর আবারও অত্যাচার শুরু করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে তারা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গাজা উপত্যকায় দুই ফিলিস্তিনি নাগরিকের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। খবর ‘আল-জাজিরা’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ নিজেদের গাড়ি দিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ওই দুই ব্যক্তি হামলার চেষ্টা করছিল। তাই ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালাতে বাধ্য হয়।

এ দিকে হামাসের মুখপাত্র ফাওজি বারহৌম বলেছেন, নিহত ওই ব্যক্তির হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যার মাধ্যমে ইসরায়েলিরা জঘন্য অপরাধ করেছে। এর শাস্তি তাদের পেতেই হবে।

কয়েকদিন আগে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন : ইরানের নেতৃত্বেই ইসরায়েলে হামলা চালাবে হামাস-হিজবুল্লাহ!

গত কয়েকদিন ধরে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে পশ্চিমতীরে। এসব সহিংসতায় এখন পর্যন্ত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড