• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাসের আতঙ্ক

ইরান থেকে দ্রুত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে কুয়েত

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯
ইরান থেকে দ্রুত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে কুয়েত
ইরানের বিমানবন্দরে যাত্রীরা (ছবি : প্রতীকী)

লাগামহীন হয়ে পড়েছে করোনা ভাইরাস। চীনের উহান শহরে উৎপত্তি হওয়া প্রাণঘাতী ভাইরাসটি থাবা বসিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানেও। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া কমপক্ষে ২৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলেও দাবি চিকিৎসকদের।

গোটা বিশ্ব যখন মহামারি এই ভাইরাস নিয়ে আতঙ্কিত, ঠিক তখনই দেশটিতে অবস্থানরত সাত শতাধিক নাগরিককে ফিরিয়ে নিতে তেহরানে চার্টার ফ্লাইট পাঠিয়েছে কুয়েত। যার অংশ হিসেবে এরই মধ্যে পাঁচটি ফ্লাইটে করে ১৩০ জন যাত্রীকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কুয়েত এয়ারওয়েজের বরাতে দেশটির বার্তা সংস্থা কুনা এই নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ ইসলামি বলেছেন, এখন পর্যন্ত কুয়াম, আরাক, বাবোল, ইসফাহান ও রাশত অঞ্চলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তাছাড়া রাজধানী তেহরানেও কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৮ আক্রান্তের অধিকাংশই কুয়াম শহরের বাসিন্দা। শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এমন পরিস্থিতিতে কুয়ামে সবধরনের ধর্মীয় সমাবেশ বাতিল করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত একদিনে করোনা ভাইরাসে চীনে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৮ জনে পৌঁছেছে। তাছাড়া আক্রান্তের সংখ্যা ৭৮ হাজারের অধিক।

সরকারি হিসাব অনুযায়ী, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুনদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের। তাছাড়া পর্যবেক্ষণে রয়েছেন আরও তিন লক্ষাধিক মানুষ। কেবল তাই নয়, ভাইরাসটির শনাক্তস্থল চীনের সীমানা পেরিয়ে এর প্রাদুর্ভাব আরও অন্তত ২৪টি দেশে ছড়িয়ে গেছে।

বর্তমানে থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তাছাড়া আতঙ্কে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও। এমনকি যুক্তরাষ্ট্রেও ভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে। আক্রান্তদের সবাই সম্প্রতি চীনে ভ্রমণ করেছেন কিংবা সেখানে বসবাস করেন।

এমনকি সিঙ্গাপুরেও কয়েকজন বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সকলেই বর্তমানে দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

আরও পড়ুন : মালয়েশিয়ায় একরাতেই ১৩১ বাংলাদেশিকে গ্রেপ্তার

ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

ওডি/কেএইচআর