• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬
রকেট হামলা
রকেট হামলা (ছবি : পার্সটুডে)

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলা চালানো হয়েছে। ঘাঁটিটির অবস্থান নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

প্রেস টিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই রকেট হামলা চালানো হয়। রকেটটি মাখমুর নামের মার্কিন সামরিক ঘাঁটিটির দেয়ালে আঘাত হানে। আর এতে দেয়ালটি ধসে পড়েছে।

নিজেদের ঘাঁটিতে রকেট হামলার বিষয়টি স্বীকার করে মার্কিন সেনারা বলেছেন, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি।

ইরাকে বর্তমানে ৫ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সোলাইমানি হত্যার জেরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে দেশ থেকে মার্কিন সেনাদের তাড়ানোর দাবি তুলেছেন ইরাকের জনগণ। ইতোমধ্যে দেশটির পার্লামেন্টে এ ব্যাপারে একটি প্রস্তাবও পাস হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের আতঙ্ক ‘আইআরজিসি

এ দিকে কোনো দেশ বা গোষ্ঠী এখন পর্যন্ত মাখমুর নামের মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানোর দায় স্বীকার করেনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড