• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানির ঘনিষ্ঠজনকেই মুহান্দিসের স্থলাভিষিক্ত করল ইরাক

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৫
সোলাইমানি ও মোহাম্মদি
কাসেম সোলাইমানির সঙ্গে ফাদাক আল-মোহাম্মদি (ছবি : তেহরান টাইমস)

ইরানের সঙ্গে সম্পৃক্ত পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ) বা হাশেদ আশ-শাবির নতুন কমান্ডার হিসেবে আবু ফাদাক আল-মোহাম্মদিকে নিয়োগ দিয়েছে ইরাক। বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হওয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের স্থলাভিষিক্ত হলেন তিনি।

মুহান্দিসের জায়গায় ফাদাক আল-মোহাম্মদিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ইরাকের বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদ। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

এ বিষয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) পিএমইউর কর্মকর্তা আবু আলি বাসারি বলেছেন, ইরাকি আধাসামরিক বাহিনী হাশেদ আশ-শাবির প্রধান হিসেবে আবু ফাদাক আল-মোহাম্মাদিকে নিয়োগ দেওয়া হয়েছে।

আবু ফাদাক আল-মোহাম্মদি ১৯৮৩ সালে বদর অরগানাইজেশনে সক্রিয় ছিলেন। ওই বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।

তাছাড়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন আবু ফাদাক আল-মোহাম্মদি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনোই ইরানে হামলা চালাতে পারবে না

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হওয়া ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির বেশ ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ফাদাক আল-মোহাম্মদি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড