• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাগামহীন করোনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭
করোনা
ফাইল ছবি (সংগৃহীত)

লাগামহীন হয়ে পড়ছে করোনা ভাইরাস। চীনে অসংখ্য মানুষ নিহত ও আক্রান্ত হওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সর্বশেষ করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে ইসরায়েল ও লেবাননেও। সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। দেশটির বিভিন্ন শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েল ও লেবাননেও করোনা ভাইরাসে আক্রান্ত দেশীয় রোগী পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইরান, ইসরায়েল ও লেবাননে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সম্প্রতি চীনে যাওয়ার কোনো রেকর্ড নেই। এমনকি চীনা নাগরিক কিংবা চীন থেকে আসা কারও সঙ্গে যোগাযোগও ছিল না তাদের। এরপরও তারা করোনায় আক্রান্ত হওয়ায় বিপদ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে শুক্রবার ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরস আদহানোম গেব্রেয়েসাস বলেন, আমাদের সুযোগের পরিসর ছোট হয়ে আসছে। সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগে দ্রুততার সঙ্গে সবকিছু করতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে।

আরও পড়ুন : রুশ যুদ্ধবিমান লক্ষ্য করে তুরস্কের ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)

তিনি আরও বলেন, আমরা ভালো করতে পারলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। আর যদি ভালো করার সুযোগ নষ্ট করি তাহলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। সামনেই এটি আসছে।

প্রসঙ্গত, চীনে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত একদিনে করোনা ভাইরাসে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ৩৬০ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭৭ হাজারের অধিক। এর মধ্যে নতুন করে দুই হাজারের মতো লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথমবারের মতো মারা গেছেন একজন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড