• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাওনা টাকা চেয়ে মোদীকে মমতার চিঠি

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬
মোদী ও মমতা
নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি : আনন্দবাজার পত্রিকা)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাওনা টাকা ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন। খবর ‘আনন্দবাজার পত্রিকা’।

পশ্চিমবঙ্গ সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের কাছে তাদের ৪৯ হাজার ৬১৯ কোটি টাকা পাওনা রয়েছে। বেশ কয়েকবার বলা সত্ত্বেও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার তা ফেরত দিচ্ছে না।

আর এ কারণে পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠাতে বাধ্য হয়েছেন বলে শুক্রবারের (২১ ফেব্রুয়ারি) এক খবরে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

মোদীকে পাঠানো ওই চিঠিতে মমতা লিখেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। কেন্দ্রের কাছ যে টাকা পাওনা রয়েছে তা ফেরত পেলে রাজ্যে আরও উন্নয়ন করব।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনোই ইরানে হামলা চালাতে পারবে না

প্রসঙ্গত, গত মাসের (জানুয়ারি) দ্বিতীয় সপ্তাহে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদী। তখন রাজ্যের দাবিদাওয়া নিয়ে রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন মমতা। ওই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে দিল্লি গিয়ে আলোচনা করার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড