• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

লন্ডন কেন্দ্রীয় মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭
ছুরিকাঘাত
ছুরিকাঘাতে আহত মুয়াজ্জিন মেঝেতে পড়ে যান (ছবি : সিএনএন)

যুক্তরাজ্যের লন্ডন কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। খবর ‘সিএনএন’।

মার্কিন সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শহরের রিজেন্ট পার্কের কাছে অবস্থিত লন্ডন কেন্দ্রীয় মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত ব্যক্তি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

আবি ওয়াতিক নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেছেন, হামলাকারী তার (মুয়াজ্জিন) পেছনেই ছিল। নামাজ শুরুর পর মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে সে। মনে হয়, সে নামাজ শুরুর জন্য অপেক্ষা করছিল।

এ দিকে হামলাকারী যুবককে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন মুসল্লিরা। হামলাকারীর বয়স ২৯ বছর।

মসজিদের ভেতর হামলার এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল কখনোই ইরানে হামলা চালাতে পারবে না

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, মসজিদে হামলার জেরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড