• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় চীনকে সহায়তার প্রস্তাব পাকিস্তানের

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮
ইমরান ও জিনপিং
ইমরান খান ও শি জিনপিং (ছবি: ডন)

করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় চীনে মেডিকেল টিম পাঠাতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে ইমরান খান এ কথা জানান। পাক প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে দেওয়া বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে ডন।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় চীনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে ইমরান খান পাকিস্তানের পক্ষ থেকে চিকিৎসকদের একটি দলকে চীনে পাঠানোর প্রস্তাব দিয়েছেন।

এ দিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করতে পারছে না চীন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ২ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। আর চীনের বাইরে জাপানে ১, দক্ষিণ কোরিয়ায় ১, হংকংয়ে ২, তাইওয়ানে ১, ফিলিপাইনে ১, ফ্রান্সে ১ ও ইরানে ২ জন করে মারা গেছেন।

আরও পড়ুন : হামাস-হিজবুল্লাহ নয়, ইরানকেই ভয় পাচ্ছে ইসরায়েল

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৫২ জনে পৌঁছেছে। যেখানে শুধুমাত্র চীনেই ৭৪ হাজার ৫৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড