• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাগরিকত্ব আইনের কারণে মুসলিমরা বঞ্চনার শিকার হবে: যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩২
ইউএসসিআইআরএফ
ইউএসসিআইআরএফের লোগো (ছবি : সংগৃহীত)

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৈরি করা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নাগরিকত্বের জন্য জনগণকে ধর্মীয় পরীক্ষায় ফেলানোর প্রচেষ্টার অংশ বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। খবর ‘দ্য ওয়াল’।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন।

এতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতের মুসলিমদের প্রতি ব্যাপক বৈষম্য তৈরি হবে।

ইউএসসিআইআরএফ বলেছে, নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর ভারতজুড়ে খুব দ্রুত ব্যাপক আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর বিক্ষোভ দমনে দেশটির সরকার বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়েছে।

ইউএসসিআইআরএফের প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন ভারতীয়দের এক ধরনের ধর্মীয় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আর এই আইনের ফলে ভারতীয় মুসলিমরা ব্যাপক বঞ্চনার শিকার হবে।

আরও পড়ুন : ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের কাছে সব প্রতিরক্ষা ব্যবস্থাই নস্যি

এ দিকে ইউএসসিআইআরএফের এমন মন্তব্যকে অযাচিত এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে ভারত। এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, এই আইনের লক্ষ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোতে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড