• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে পাকিস্তানগামী ক্ষেপণাস্ত্র উপকরণবাহী চীনা জাহাজ আটক

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩
জাহাজ
আটক সেই জাহাজ (ছবি : পার্সটুডে)

পাকিস্তানগামী চীনের একটি জাহাজ আটক করেছে ভারত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ নিয়ে জাহাজটি করাচি বন্দরের দিকে যাচ্ছিল। গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ সেটিকে আটক করে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সামরিক বিষয়ক পত্রিকা ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট এ খবর প্রকাশ করেছে।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি গুজরাটের কান্দলা বন্দরে জাহাজটিকে আটক করা হয়। বর্তমানে তাতে নিবিড়ভাবে তদন্ত চালানো হচ্ছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই তদন্ত চালাচ্ছে।

জাহাজটি চীনের জিয়াংসু প্রদেশের জিয়াংইন বন্দর থেকে করাচির কাসিম বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু পথে কান্দলা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জাহাজটিকে থামায়। পরবর্তীকালে ভারতের গোয়েন্দা সংস্থা এবং শীর্ষ পর্যায়ের নিরাপত্তা প্রতিষ্ঠানের নির্দেশে কান্দলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করে।

জানা গেছে, চীনা এই জাহাজটির নাম দুয়া সুই ইয়ুন। এটি নির্মিত হয়েছে ২০১১ সালে, হংকংয়ের বন্দরে।

আরও পড়ুন : ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের কাছে সব প্রতিরক্ষা ব্যবস্থাই নস্যি

ডিফেন্স অ্যাভিয়েশন পোস্টের তথ্য অনুযায়ী, জাহাজটিতে যেসব ক্ষেপণাস্ত্র উপকরণ পাওয়া গেছে সেগুলোর দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড