• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের দাবি

হুথিদের অস্ত্র দেওয়া বন্ধ করেনি ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩
ইরান
ইরানি অস্ত্র (ছবি : এএফপি)

পাঁচ বছরের বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িত ইয়েমেনের হুথিরা। এই লড়াইয়ে সৌদি সেনাদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর হুথিদের প্রতি সমর্থন রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের। এমন অবস্থায় সৌদিদের বিরুদ্ধে লড়তে ইরান হুথিদের অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বলে দাবি তুলেছে মার্কিন সেনারা।

মার্কিন সেনারা বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ দাবি জানিয়েছে। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনা উসকে দিচ্ছে ইরান। নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান ইয়েমেনের হুথিদের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

বিল আরবান নামে এক মার্কিন কমান্ডার বলেছেন, ইরান কখনোই ইয়েমেনে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। সম্প্রতি তারা হুথিদের বেশ কিছু উন্নত প্রযুক্তির সমরাস্ত্র দিয়েছে।

তবে ইরান কীভাবে ইয়েমেনের হুথিদের কাছে এসব অস্ত্র পাঠাচ্ছে সে ব্যাপারে মার্কিন সামরিক বাহিনী কিছুই বলতে পারেনি।

আরও পড়ুন : নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রেই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান

এ দিকে মার্কিন সেনাদের এমন দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড