• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে সংসদ নির্বাচনে ভোট কাল

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৭
ইরানে সংসদ নির্বাচনে ভোট কাল
ইরানে সংসদ নির্বাচন (ছবি : প্রতীকী)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে শুক্রবার (২১ ফেব্রুয়ারি)। এরই মধ্যে নির্বাচন কেন্দ্রিক সকল প্রচার-প্রচারণা সমাপ্ত হয়েছে।

ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল আটটার মধ্যে ভোট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনভর দেশটির শহর ও গ্রামাঞ্চলের সড়কগুলোতে সবচেয়ে বেশি পোস্টার চোখে পড়েছে। তাছাড়া প্রার্থী ও কর্মীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছ থেকে শেষবারের মতো ভোট চাইতে দেখা গেছে। নির্বাচনি আইন মেনেই তারা প্রচারণা চালিয়েছেন বলে দাবি দলগুলোর।

পার্লামেন্টের ২৯০ আসনের বিপরীতে সাত হাজারের অধিক প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার এক দিনেই দেশটির বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, প্রতি চার বছর পরপর ইসলামি প্রজাতন্ত্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন : ২০২০ সালকে যুদ্ধের মোড় ঘোরানোর বছর ঘোষণা

উল্লেখ্য, ইরানে যে কোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে বিবেচিত হন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড