• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

  অধিকার ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪২
হামলা
জার্মানির গত ২৪ জানুয়ারির হামলার ছবি (সংগৃহীত)

এক মাস পূর্ণ হওয়ার আগেই জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরে ফের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বুধবার শহরের কেন্দ্রস্থলের একটি ও বাইরের অপর একটি সিসাবারে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে প্রথমটিতে তিনজন ও দ্বিতীয়টিতে পাঁচজন মারা যান।

এ দিকে, হানাউ শহরের পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। প্রথম ঘটনাটি শহরের কেন্দ্রের একটি বারে এবং দ্বিতীয়টি হানাউয়ের পার্শ্ববর্তী ক্যাসেলস্টাডটে ঘটে। হামলাকারীকে ধরতে স্থানীয় পুলিশ ও হেলিকপ্টার উভয় স্থানেই টহল দিচ্ছে।

তবে কর্তৃপক্ষ এখনো ওই হামলার ঘটনার কোনো কারণ খুঁজে বের করতে পারেনি।

আরও পড়ুন : ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

এর আগে গত ২৪ জানুয়ারি দেশটির নুরেমবার্গ শহরে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একই পরিবারের ছয়জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড