• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানকে সুরক্ষা দিতে গিয়ে নিহত ৫ পাকিস্তানি সেনা

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪
পাকিস্তানি
পাকিস্তানি সেনা (ছবি : দ্য ডন)

মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইরান। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এর মধ্যেই ইরান সীমান্তে শত্রুদের হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম ইরনা।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইরান সীমান্তে মোতায়েন পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন ৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এই হামলা চালানো হয়।

জানা গেছে, নিজ দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানে হামলা চালানোর সময় যাতে পাকিস্তান সীমান্তকে ব্যবহার করা না যায় সেদিকেও নজর রাখতেন এসব সেনারা।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। হামলায় আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : সোলাইমানি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জাতিসংঘ

গত ১৩ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানে হামলা চালানোর ক্ষেত্রে শত্রুরা কখনোই পাকিস্তানের সীমা ব্যবহার করতে পারবে না। এরপরই ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করে পাকিস্তান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড