• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০২
অস্ট্রেলিয়ায় মধ্যাকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ (ছবি : এবিসি নিউজ)

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের আকাশসীমায় দুটি ছোট বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের প্রাণহানি ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিমান দুটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

মেলবোর্নের পুলিশ পরিদর্শক পিটার কোগের বলেছেন, ম্যাঙ্গালোর শহরের নিকটস্থ একটি অস্ত্রাগারের পাশে দুর্ঘটনাটি ঘটে। ছোট বিমান দুটিতে দুজন করে মোট চারজন আরোহী ছিলেন। তবে ঠিক কী কারণে এমনটা ঘটেছে তার বিস্তারিত এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, উড়োজাহাজ দুটিতে কারা ছিল সে বিষয়েও আমরা নিশ্চিত হতে পারিনি। যদিও এগুলো প্রশিক্ষণ বিমান বলে প্রাথমিকভাবে জানা গেছে। অর্থাৎ দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : আইরিশ উপকূলে ভাসছে ‘ভুতুড়ে’ জাহাজ (ভিডিও)

উল্লেখ্য, দুর্ঘটনার শিকার একটি বিমান ছিল মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং অপরটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের। দুটি উড়োজাহাজেরই আকাশে ওড়ার অনুমোদন ছিল।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড