• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা মোকাবিলায় ৪৬০ কোটি ডলার বরাদ্দ সিঙ্গাপুরের বাজেটে

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৮
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে (ছবি : শিনহুয়া)

চীনের সীমা অতিক্রম করে ইতোমধ্যে বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে রহস্যময় করোনা ভাইরাস। এ ভাইরাসের কারণে সর্বত্রই বিরাজ করছে আতঙ্ক। যেসব দেশে এর মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে সেগুলোর তালিকায় সিঙ্গাপুরের নামও রয়েছে। বিষয়টি বিবেচনা করে করোনা ভাইরাস মোকাবিলায় এবারের বাজেটে ৪৬০ কোটি ডলার বরাদ্দ করেছে সিঙ্গাপুর সরকার।

স্ট্রেইট নিউজ জানিয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের বাজেট ঘোষণা করা হয়েছে। আর করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সরকার এবারের বাজেটে বরাদ্দ রেখেছে ৪৬০ কোটি মার্কিন ডলার।

এছাড়া সিঙ্গাপুরের এবারের বাজেটে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮০০ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার।

পার্লামেন্টে দুই ঘণ্টাব্যাপী দেওয়া বাজেট বক্তৃতায় সিঙ্গাপুরের অর্থমন্ত্রী সোয়ে কিট বলেন, বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছে ঠিক তখনই মহামারি করোনা ভাইরাস আমাদের ক্ষতিগ্রস্ত করল। এই মহামারি আমাদের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে।

মঙ্গলবার সিঙ্গাপুরে আরও চারজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮১ জনে পৌঁছাল।

আরও পড়ুন : ইরানের হামলার আওতায় ইসরায়েলের প্রতিটি ঘাঁটি

এ দিকে কিছুতেই রোধ করা যাচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড