• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

একান্ত সাক্ষাৎকারে আইআরজিসি প্রধান

ইরানের হামলার আওতায় ইসরায়েলের প্রতিটি ঘাঁটি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১
ক্ষেপণাস্ত্র
ইরানি ক্ষেপণাস্ত্র (ছবি : ইরনা)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি দেশের সঙ্গেই নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে ইরান। ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে। তবে তাতে বিচলিত না হয়ে উল্টো সব ধরনের হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান ইসরায়েলকে সব দিক থেকেই ঘিরে রেখেছে। ইরানের সেনাবাহিনী ইসরায়েলের সব ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ইরাকি টিভি চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে জেনারেল সালামি বলেন, ইরান চাইলে যে কোনো মুহূর্তেই ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। কেননা ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটিই ইরানের হামলার আওতায় রয়েছে।

আরও পড়ুন : ইরানি ঘাঁটিতে ইসরায়েলি হামলায় নিহত ৭

এ দিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, সোমবার রাতে সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড