• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি ঘাঁটিতে ইসরায়েলি হামলায় নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৬
বিমান হামলা
বিমান হামলা (ছবি : ইউরো নিউজ)

বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে সোলাইমানি হত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আবার অন্যদিকে সিরিয়ার ইদলিব ইস্যুতে উত্তেজনায় জড়িয়েছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কের মতো প্রভাবশালী দেশগুলো।

এমন পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যায়। খবর ‘দ্য জেরুজালেম পোস্ট’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই বিমান হামলা চালানো হয়। ঘাঁটিটির অবস্থান সিরিয়ার দামেস্ক বিমানবন্দরের কাছে।

খবরে আরও বলা হয়েছে, এই বিমান হামলায় নিহতদের মধ্যে চারজন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওলটপালট মার্কিনিদের চক্রান্ত

তবে এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই বলা হয়নি। কুদস ফোর্সের ঘাঁটিতে এই বিমান হামলার কারণে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড