• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্ভয়ার ধর্ষক-হত্যাকারীদের ফাঁসি ৩ মার্চ

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫
চার আসামি
দণ্ডিত চার আসামি (ছবি : এনডিটিভি)

অবশেষে কার্যকর হতে যাচ্ছে ভারতের বহুল আলোচিত নির্ভয়া ধর্ষণ-হত্যাকাণ্ড মামলায় দণ্ডিত চার আসামির ফাঁসি। আগামী ৩ মার্চ সকাল ৬টায় তিহার কারাগারে তাদের ফাঁসি কার্যকর হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লির পাতিয়ালা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। খবর ‘এনডিটিভি’।

২০১২ সালে দিল্লিতে প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্ত নামে চারজনকে ফাঁসির আদেশ দেন নিম্ন আদালত।

তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পবন গুপ্ত ছাড়া তিনজন তাদের সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছেন। সর্বশেষ প্রাণ ভিক্ষার আর্জিও খারিজ করে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার আদালতে এই বিষয়টি উল্লেখ করে তিহার জেল কর্তৃপক্ষ। পাশাপাশি দ্রুত রায় কার্যকরের আর্জি জানায় তারা।

জেল কর্তৃপক্ষের আইনজীবীদের এমন আর্জির পরই বিচারক ৩ মার্চ চার দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।

আরও পড়ুন : ইরানে হামলা চালানোর সাহস নেই ইসরায়েলের

অবশ্য এর আগে আরও দুইবার দণ্ডিতদের ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে আইনি জটিলতায় দুবারই দিনক্ষণ পেছানো হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড