• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাশিয়াকে থামাতে ট্রাম্প-এরদোগানের ফোনালাপ

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭
ট্রাম্প ও এরদোগান
ডোনাল্ড ট্রাম্প ও রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : রয়টার্স)

সিরিয়ার ইদলিবে যে সংকট চলছে তা নিয়ে কথা বলতে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তারা মূলত সিরিয়া ইস্যুতে রাশিয়ার অবস্থানের বিষয়টি নিয়েই কথা বলেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেওয়া ওই বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ার ইদলিবে দেশটির সরকারি বাহিনী নৃশংসতা চালাচ্ছে। আর তাতে সমর্থন দিচ্ছে রাশিয়া। যেটা কখনোই কাম্য নয়। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইদলিব ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ফোনালাপে ট্রাম্প বলেছেন, রাশিয়া যতদিন সমর্থন দেবে ততদিন পর্যন্ত সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর নৃশংসতা অব্যাহত থাকবে। তাই এ নৃশংসতা থামাতে রাশিয়ার সমর্থন দেওয়া বন্ধ করাটা খুব জরুরি।

আরও পড়ুন : ইরানে হামলা চালানোর সাহস নেই ইসরায়েলের

এ দিকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইদলিবে আরও বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। আর এ ক্ষেত্রে তাদের সহায়তা দিয়েছে রাশিয়া।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড