• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মানিতে মসজিদে হামলার চক্রান্ত, আটক ১২

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১২
মসজিদে হামলা
মসজিদে হামলার পরিকল্পনায় জড়িত এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ (ছবি : বিবিসি)

ইউরোপের দেশ জার্মানিতে একটি উগ্র ডানপন্থি গোষ্ঠীর ১২ জন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মসজিদে হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। খবর ‘বিবিসি’।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটক ওই ব্যক্তিরা ডার জার্তে কার্ন নামের একটি উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠীর সদস্য। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাদের আটক করে জার্মান পুলিশ।

জানা গেছে, শুধু মসজিদেই নয়, প্রভাবশালী কয়েকজন রাজনীতিবিদ ও অভিবাসন প্রত্যাশীদের ওপরও হামলার চক্রান্তে জড়িত ছিল তারা।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পুলিশ বলেছে, আটক হওয়া ব্যক্তিরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে গত বছরের অক্টোবরে ডার হার্তে কার্ন গোষ্ঠী প্রতিষ্ঠা করে। তাদের সঙ্গে আরেক উগ্রবাদী গোষ্ঠী সোলজার অব ওডিনের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন : ইরানে হামলা চালানোর সাহস নেই ইসরায়েলের

প্রসঙ্গত, সম্প্রতি জার্মানিতে উগ্র ডানপন্থিদের তৎপরতা বেড়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে এক সময়কার কমিউনিস্ট শাসিত এলাকায় এই তৎপরতা বেশি দেখা যাচ্ছে। গত বছর পূর্বাঞ্চলীয় হ্যালে শহরের একটি ইহুদি উপাসনালয় এবং এক রাজনীতিবিদকে হত্যার পর সেখানে গোপন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড