• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লেবাননের সমাবেশে আলি লারিজানি

ইরানে হামলা চালানোর সাহস নেই ইসরায়েলের

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪
লারিজানি
ইরানের জাতীয় সংসদের স্পিকার আলি লারিজানি (ছবি : ইরনা)

সোলাইমানি হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ ক্ষেত্রে ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ব্যবহার করতে পারে মার্কিনিরা। ইতোমধ্যে এমন ইঙ্গিতও দিয়েছে দেশটি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও ইরানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের জাতীয় সংসদের স্পিকার আলি লারিজানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস ইসরায়েলের নেই।

আলি লারিজানি এখন লেবানন সফর করছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী বৈরুতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ‘তেহরান টাইমস’।

সমাবেশে ইসরায়েলের হমকির দিকে ইঙ্গিত করে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে আমরা জানি, ইরানে হামলা চালানোর সাহস তাদের নেই।

এরপর তিনি বলেন, সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে তাদের এ দাবি সম্পূর্ণ বানোয়াট।

আরও পড়ুন : হিংস্র যুক্তরাষ্ট্রকে ইরানের বিধ্বংসী জবাব, বিস্মিত বিশ্ব

এ সময় যুক্তরাষ্ট্র বিষয়ে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। এজন্য ট্রাম্প প্রশাসন এর মধ্যে বেশ কিছু অযৌক্তিক ও হঠকারী নীতি গ্রহণ করেছে। এর ফলেই দেশটি এখন গোটা বিশ্বে একঘরে হয়ে পড়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড