• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার তাইওয়ানে করোনায় একজনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২
করোনা ভাইরাস
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা (ছবি : শিনহুয়া)

চীনের সীমা অতিক্রম করে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে রহস্যময় করোনা ভাইরাস। আর চীনের বাইরে ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সের পর এবার তাইওয়ানে একজন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তাইওয়ানের সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টারের দেওয়া তথ্যের বরাতে এ খবর জানিয়েছে ফোকাস তাইওয়ান।

সংবাদমাধ্যমটির খবরে বলা হচ্ছে, রবিবার (১৬ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তি তাইওয়ানের কেন্দ্রস্থলে বাস করতেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি সম্প্রতি চীন সফর করেননি।

বিষয়টি নিশ্চিত করে তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী শিন চুন বলেছেন, করোনা ভাইরাসের কারণে মারা যাওয়া ওই ব্যক্তি ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তে (জন্ডিস) ভুগছিলেন। তবে ওই ব্যক্তি কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হন তার কোনো সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

করোনায় আক্রান্ত হয়ে তাইওয়ানে এটাই প্রথম মৃত্যু। তাইওয়ানে এখন পর্যন্ত মোট ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : হিংস্র যুক্তরাষ্ট্রকে ইরানের বিধ্বংসী জবাব, বিস্মিত বিশ্ব

এ দিকে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৬৪ জন। আর সবমিলিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬৫ জন মারা গেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড