• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে ৯ মাদকসেবী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৬
হত্যা
গুলি করে হত্যা (ছবি : প্রতীকী)

আফগানিস্তানের রাজধানী কাবুলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হয়েছেন। নিহতরা মাদকসেবী ছিলেন। খবর ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিলেন। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, তারা ঘুমানোর আগে মাদক সেবন করেছিলেন।

এ দিকে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ বলেছেন, রাজধানীর কুরো পর্বতের পাদদেশে একটি উন্মুক্ত স্থানে ঘুমন্ত ৯ জন মাদকসেবীর ওপর অজ্ঞাত বন্দুকধারী গুলি চালিয়েছে। এতে ৯ জনই মারা গেছেন। পুলিশ বন্দুকধারীর খোঁজে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন : হিংস্র যুক্তরাষ্ট্রকে ইরানের বিধ্বংসী জবাব, বিস্মিত বিশ্ব

প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি আফিম উৎপাদিত হয় আফগানিস্তানে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড