• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক বস্তু, ছড়াল আতঙ্ক

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৬
যুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়ার আকাশে রহস্যজনক বস্তু, (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিস্কিইউ কাউন্টির আকাশে দেখা মিলেছে এক রহস্যজনক বস্তুর। এতে স্থানীয় অনেক মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষের ব্যাখ্যায় শেষ পর্যন্ত স্বাভাবিক হয় সবাই।

ক্যালিফোর্নিয়াভিত্তিক সংবাদমাধ্যম কেআরসিআর নিউজ জানায়, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার আকাশে আগুন রঙের রহস্যজনক এক বস্তুর দেখা মেলে। তখন এই বস্তুর ছবি তোলে অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।

টুইটারে একাধিক হ্যান্ডলে এই ছবিটি আপলোড হয়েছে। সেখানে দেখা যায়, পরিষ্কার আকাশে একটি আগুন রঙের গোলাকৃতি কিছু একটা উড়ে যাচ্ছে। এ ধরনের বস্তু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মনে।

আরও পড়ুন : ইসরায়েলকে ধ্বংসে প্রতিজ্ঞাবদ্ধ ইরান!

অবশ্য পরবর্তীতে কর্তৃপক্ষ জানায়, আসলে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে 'লেন্টিকুলার ক্লাউড' বা 'লেনি' বলা হয়। এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। ফলে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রঙিন এই মেঘকে কেউ কেউ আবার 'ইউএফও ক্লাউড' নামেও ডাকেন। তবে সাধারণত সেগুলো সাদা রঙেরই দেখা যায়। কিন্তু বুধবার যে মেঘটি দেখা গেছে সেটি দেখলে মনে হবে আগুন ছড়াচ্ছে আকাশে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড