• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনে করোনায় আক্রান্তের তথ্য গোপনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩২
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে (ছবি : শিনহুয়া)

করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। কিছুতেই এই ভাইরাসের বিস্তার রোধ করা যাচ্ছে না। বরং তা আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতে চীনের একটি আদালত বলেছেন, করোনা ভাইরাসের লক্ষণ সম্পর্কিত কোনো ভুল তথ্য দিলে কিংবা ইচ্ছাকৃতভাবে আক্রান্ত হওয়ার তথ্য লুকালে সেটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আদালত এমন নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছেন। খবর ‘বেইজিং ডেইলি’।

কেউ যদি ভ্রমণের তথ্য গোপন করেন তাহলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ রয়েছে আদালতের জারিকৃত ওই নোটিশে।

এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী, করোনা ভাইরাস বিস্তারের জন্য কোনো নাগরিক বিপজ্জনক উপায়ে জননিরাপত্তা হুমকির মুখে ফেললে তার বিরুদ্ধেও অভিযোগ আনা যাবে।

আরও পড়ুন : হিংস্র যুক্তরাষ্ট্রকে ইরানের বিধ্বংসী জবাব, বিস্মিত বিশ্ব

এ দিকে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৬৪ জন। আর সব মিলিয়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬৫ জন মারা গেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড