• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবেক সিআইএ কর্মকর্তার মন্তব্য

রাশিয়া নয়, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯
ফিলিপ জিরাল্ডি
সাবেক সিআইএ কর্মকর্তা ফিলিপ জিরাল্ডি (ছবি : সিএনএন)

যুক্তরাষ্ট্রের নির্বাচন ও রাজনীতিতে রাশিয়া নয়, বরং ইসরায়েলই হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা ফিলিপ জিরাল্ডি। খবর ‘সিএনএন’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফিলিপ জিরাল্ডির একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ওই নিবন্ধে তিনি লিখেছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতি ও নির্বাচনি ব্যবস্থায় হস্তক্ষেপ করে আসছে। কিন্তু নিজেদের স্বার্থেই এ বিষয়টি নিয়ে নীরব রয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা উল্টো রাশিয়াকে দোষারোপ করে আসছেন।

জিরাল্ডি মনে করেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতিতে জড়িত। কিন্তু তাদের কখনো জবাবদিহির আওতায় আনা হয়নি। এমনকি ২০১৬ সালের নির্বাচনেও ইসরায়েল হস্তক্ষেপ করেছে। এর নেতিবাচক ফল তো এখন দেখাই যাচ্ছে।

আরও পড়ুন : যুদ্ধে জড়ালে মার্কিনিদের পরিণতি হবে ভয়াবহ : জারিফ

জিরাল্ডি বলেন, গত সপ্তাহে আইওয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের নির্বাচন হয়েছে। সেখানে ভোট দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে ইহুদি ধনকুবেররা জড়িত। এই ধনকুবেরদের সঙ্গে ইসরায়েলের উগ্র ডানপন্থি ইহুদি বসতি নির্মাণকারীদের সম্পর্ক রয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড