• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি শনাক্ত

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৬
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে (ছবি : শিনহুয়া)

সিঙ্গাপুরে আরও একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা পাঁচজনে পৌঁছাল। খবর 'স্ট্রেইট টাইমস'।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে আরও এক বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে শনিবার আরও পাঁচজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এক বাংলাদেশি।

জানা গেছে, ওই বাংলাদেশি ওয়ার্ক পাস নিয়ে সিঙ্গাপুরে কাজ করছেন। তার বয়স ২৬ বছর। তিনি জীবনে কখনোই চীনে যাননি।

চীনের সীমা অতিক্রম করে ইতোমধ্যে বিশ্বের প্রায় ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৭২ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : করোনা ভাইরাসের মাইক্রোস্কোপিক ছবি প্রকাশ

এ দিকে করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করা যাচ্ছে না। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এর মধ্যেই দেড় হাজার ছাড়িয়ে গেছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড