• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র আটকের মিথ্যে গল্প বলছে : ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৭
ইরানি মিসাইল
ইরানি মিসাইল (ছবি : পার্সটুডে)

আরব সাগর থেকে ট্যাংকবিধ্বংসী ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ইরানি ক্ষেপণাস্ত্র আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচির মন্তব্যের ওপর ভিত্তি করে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে ‘পার্সটুডে’।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন সামরিকবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা আরব সাগরে পুরনো একটি নৌযান থেকে ইরানের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আটক করেছে।

যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করে মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ইরানি সমরাস্ত্র উদ্ধার করার যে দাবি আমেরিকা করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমেরিকা ইরানের প্রতি একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে।

এরপর তিনি জানান, ইরানকে চাপে ফেলতে জোর চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চায়, ইরান বাধ্য হয়ে নতি স্বীকার করুক। এজন্য তারা অতীতে ইরানের বিরুদ্ধে অনেক মিথ্যা গল্প সাজিয়েছে। ক্ষেপণাস্ত্র আটকের বিষয়টিও তেমন।

আরও পড়ুন : যুদ্ধে জড়ালে মার্কিনিদের পরিণতি হবে ভয়াবহ : জারিফ

এ সময় তিনি আরও বলেন, আমেরিকা এর আগে সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলা সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন বিকৃত করে তুলে ধরেছিল। ওই হামলায় ইরান জড়িত বলে দাবি করেছিল ওয়াশিংটন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে, তাদের এ ধরনের দাবির কোনো ভিত্তি নেই।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড