• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ভিডিও প্রকাশ

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৩
ইসরায়েল-সিরিয়া
ছবি : প্রতীকী

ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র আবারও রুখে দিয়েছে সিরিয়া। ইতোমধ্যে ওই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ওই ভিডিও প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, বৃহস্পতিবার রাতে (১৩ ফেব্রুয়ারি) দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিরীয় সামরিকবাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। কিন্তু সেগুলো রুখে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

জানা গেছে, ইসরায়েলি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অধিকৃত গোলান মালভূমি থেকে। তবে তাদের ক্ষেপণাস্ত্র সিরিয়ার কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধরাশায়ী হয়েছে এসব ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন : ইরানি ক্ষেপণাস্ত্র আটক করল যুক্তরাষ্ট্র!

এরই মধ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র সিরিয়ার আকাশে প্রবেশের পরই সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ইসরায়েল গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। ওই হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড