• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান থেকে বিদ্যুৎ আমদানি অব্যাহত রাখতে পারছে ইরাক

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮
ইরাক
ইরান থেকে বিদ্যুৎ আমদানি করে ইরাক (ছবি : পার্সটুডে)

ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ইরাকের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আবারও শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি অব্যাহত রাখতে পারছে ইরাক। খবর ‘পার্সটুডে’।

ইরাকের দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল করায় ইরাক আরও ৪৫ দিন প্রতিবেশী দেশ ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করতে পারবে।

এর আগে গত বছরের অক্টোবরে ইরাকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ১২০ দিনের জন্য শিথিল করেছিল মার্কিন প্রশাসন।

তখন বলা হয়েছিল, ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা চালু হবে। কিন্তু এর আগের দিনই ফের নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করল যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলোর মতে, ইরাক যাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটে না পড়ে সেজন্যই আরোপিত নিষেধাজ্ঞা বারবার শিথিল করছে মার্কিন প্রশাসন। কেননা, ইরাক গ্যাস ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন হলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনারাও সমস্যায় পড়বেন।

আরও পড়ুন : সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনেই মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

জানা গেছে, ইরাকের পার্লামেন্টে শিগগিরই স্বাধীনভাবে গ্যাস উত্তোলনের ব্যাপারে একটি পরিকল্পনা পেশ করা হবে। আর সে পরিকল্পনা অনুযায়ী ইরাক স্বাধীনভাবে গ্যাস উত্তোলন শুরু করলে তবেই দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করবে যুক্তরাষ্ট্র।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড